প্রকাশিত: Sat, Feb 11, 2023 4:35 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:06 AM

কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরীর জন্মদিন, তিনি ২০১৩ সালে একুশে পদক লাভ করেন

আশিক নূরী : [১] আসাদ চৌধুরী দেশের একজন খ্যাতিমান কবি ও সাহিত্যিক। কবিতা ছাড়াও তিনি বেশকিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অনুবাদকর্মও তিনি সম্পাদন করেছেন। ১৯৮৩ সালে তাঁর রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। [২] আসাদ চৌধুরী ১৯৪৩ সালে ১১ ফেব্রুয়ারি তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া জমিদার বাড়িতে একটি সম্ভ্রান্ত বাঙ্গালী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, যারা উলানিয়ার চৌধুরী বংশ হিসাবে পরিচিত। আসাদ চৌধুরীর বংশলতিকা হচ্ছে: আসাদ চৌধুরী ইবনে মহম্মদ আরিফ চৌধুরী ইবনে এছলাম চৌধুরী ইবনে মজিদ চৌধুরী ইবনে হাসন রাজা ইবনে মহম্মদ তকি। আসাদ চৌধুরীর মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম। 

[৩] আসাদ চৌধুরী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৭ সালে প্রবেশিকা পরীক্ষায় এবং ১৯৬০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যয়ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৬৩ সালে স্নাতক (সম্মান) ও ১৯৬৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। [৪] বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকে যাওয়ার পর কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে আসাদ চৌধুরীর কর্মজীবন শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়া কলেজে তিনি ১৯৬৪Ñ১৯৭২ পর্যন্ত শিক্ষকতা করেন। পরবর্তীকালে ঢাকায় বাংলা একাডেমিতে দীর্ঘকাল চাকুরীর পর তিনি এর পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। 

[৫] আসাদ চৌধুরী ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। এছাড়াও তিনি, ‘আবুল হাসান স্মৃতি পুরস্কার (১৯৭৫)’, ‘অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৯৮২)’, ‘শম্ভুুগঞ্জ এনায়েতপুরী স্বর্ণপদক (১৯৯৯)’, ‘ত্রিভুজ সাহিত্য পুরস্কার’, ‘জীবনানন্দ দাশ পদক’ ও ‘বঙ্গবন্ধু সম্মাননা ১৪১৮’ অর্জন করেন।